ঢাকারবিবার , ২২ অক্টোবর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নিজেদের বাঁচার পথ নিজেদেরই খুঁজতে হবে –চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম

Sk Rayhan
অক্টোবর ২২, ২০২৩ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

রিয়াদ হোসেন, নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ে বেড়েই চলেছে দুর্যোগ। প্রতি বছর কোন না কোন দুর্যোগ আঘাত করছে আমাদের প্রাণ-প্রকৃতিতে। এর দায়ভার শুধু উন্নত দেশের ওপর চাপিয়ে দায়মুক্ত হওয়া যাবে না বলে জানিয়েছেন খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (লাল্টু)। তিনি বলেছেন, উন্নত দেশ এর জন্য দায়ী হলেও আমাদের নিজেদের বাঁচার পথও নিজেদেরই খুঁজতে হবে।

রবিবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত ইউনিয়ন পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আ্যওসেড’র আয়োজনে এসময় আরো উপস্থিত ছিলেন, খেশরা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সামসুল হক মোড়ল, প্রভাষক এস.আর আওয়াল, ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, ওবাইদুর রহমান মিঠু, মনোতোস দাশ, সাবেক ইউপি সদস্য আইয়ুব হোসেন, আ্যওসেড’র মারুফ হোসেন, চায়না দাশ প্রমুখ।

শামসুল হক মোড়ল বলেন, আমরা প্রতাক্ষভাবে জলবায়ুর সাথে জড়িত। এজন্য জলবায়ুর পরিবর্তনে পৃথিবীতে যা যা ঘটে তা সবই আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে যায়। তাই আমরা আমাদের জাতীয় বাজেটে আরো বরাদ্দ চাই। এসময় তিনি উপকূল সুরক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করেন।

পুরো আয়োজনে প্রকল্প পাওয়ারপয়েন্ট উপস্থাপনা ও সঞ্চালনা করেন CDRFI প্রজেক্ট ম্যানেজার হেলেনা খাতুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।