আবদুল্লাহ আল মামুন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পটুয়াখালী শিক্ষক ও শিক্ষকবৃন্দ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদাক্ষিন করে বিদ্যালয়ে এসে শেষ হয়।এবং বিদ্যালয়ে হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষাক জনাব মোঃ রুহুল আমিন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ -মোঃ আলাউদ্দিন সহকারী প্রধান শিক্ষক সমিতির সভাপতি বরিশাল, মোঃ ইব্রাহিম খলিল (দিবা),মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জলিলুর রহমান, মোঃ সাইদুল আহম্মেদ, মোঃ আবুল হায়েদার শিক্ষক সহ তাদের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে তারা আরও জানান তাদের বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদ খালী ১০টি পদ খালী আছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য রাখেন সরকারের কাছে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯টি দাবি সমূহ -
১/শিক্ষা নীতি ২০১০ অনুযায়ী সতন্ত "মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 'বাস্তবায়ন ও সরকারি মাধ্যমিক শিক্ষকদের মাধ্যমে পদ পূরণ করা।
২/এন্ট্রি পদ ৯ম গ্রেড প্রধান করে শিক্ষকদের জন্য মাধ্যমিক শিক্ষা ক্যাডার চালু করা।
৩/দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষকদের বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রধান করা।
৪/পদোন্নতি বন্ঞিত সকল সরকারি শিক্ষকদের সিনিয়র শিক্ষকের শূন্য পদে দ্রুত সময়ের মধ্যে পদোন্নতি ব্যবস্তা করা।
৫/শিক্ষকদের জন্য ৪ স্থরের পদ সোপন ধরে দ্রুত পদোন্নতি ব্যস্তবায়ন করা।
৬/শূন্য পদে দ্রুত পদোন্নতি ও নিয়োগ প্রধান করা।
৭/শিক্ষকের জন্য স্ততন্ত বেতন কাঠামো ব্যস্তবায়ন করা।
৮/শিক্ষকদের বদলী নীতিমালা প্রণয়ন ও ব্যস্তবায়ন করা।
৯/ শিক্ষকদের মানোন্নয়ন জেলা ও উপজেলা পর্যায়ের সকল শূন্য পদে দ্রুত পদায়েন করা সহ শিক্ষকদের দাবী।
তবে বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশে ও এই দিবসটি পালন করা হয়।
এ আলোচনায় শিক্ষকদের এই দিবসটি তাৎপর্য এবং বিভিন্ন দেশে এই দিবসটি পালন ও বিশ্ব শিক্ষক দিবস হিসেবে কারণ তুলে ধরা হয়।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona