আবদুল্লাহ আল মামুন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে পটুয়াখালী জেলার আলিপুর মৎস্য বন্দরে ইউপি সদস্য আবুল হোসেন কাজীর বরফ মিলের জেটির নিচ থেকে এ গাছগুলো উদ্ধার করে বনবিভাগ।
জানা গেছে, আবুল হোসেন কাজীর বরফ মিলের জেটির নিচে সুন্দরী গাছগুলো দেখতে পেয়ে স্থানীয়রা মহিপুর রেঞ্জ কর্মকর্তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে গাছগুলো জব্দ করেন।
আবুল হোসেন কাজী বলেন, স্থানীয় রিপনসহ কয়েকজন লোক এই গাছ এখানে রেখে গেছে। আমি তাদের সাথে দরকষাকষি করলেও গাছ ক্রয় করিনি, তবে কেন রেখে গেছে তা আমি জানি না।
এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো জব্দ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona