শাহরিয়ার কবির, (পাইকগাছা) খুলনা।। পাইকগাছার পৌর সদরে ঘর বাড়ি ভাংচুর করে ও অনন্যা মালামাল নিয়ে যাওয়ায় তিন জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগে দায়ের হয়েছে। ঘটনাটি গত ২৩ নভেম্বর রাতের যে কোন সময়।
থানায় দায়েরকৃত জিডির বাদী উপজেলার গোপালপুর গ্রামের মৃত সুলতান গাজীর পুত্র আল মুনসুর উল্লেখ করেন পাইকগাছা পৌর সদরের অবস্থিত পাইকগাছা ডায়াবেটিস সেন্টারের পাশে সরল মৌজায় এস এ ১৭৫ খতিয়ানে ৭৩৩ হইতে ৭৪১ দাগে ৩.৮৪ শতক স্বত্ব দখলীয় জমিতে ঘর বাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ছিল। ২৩ নভেম্বর বৃহঃবার সকাল ৯ টার দিকে সে যেয়ে দেখে তার ঘর-বাড়ি ও আসবাবপত্র কিছুই নাই। কেবা -কাহারা এগুলো নিয়ে গেছে। তবে এ ঘটনায় আল-মুনসুর তার যায়গা নিয়ে বিরোধীয় প্রতিপক্ষ পৌরসভার(৪নং ওয়ার্ড) সরল গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে আমিনউল্লাহ আহিজ ও হামিদুল্লাহ আজিজ এবং আমিনউল্লাহর পুত্র আবির হোসেন কে দ্বায়ী করে থানায় সাধারণ ডায়েরি করেছে। যার নং ১১৪৮/ ২৩/১১/২২ ইং।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona