ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Sk Rayhan
জুন ১৫, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক : পাইকগাছায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি শ্যামল সিংহ রায়, ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, রেডক্রিসেন্ট সোসাইটির জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম, অর্থ ও প্রশাসন মোনালিসা রুপা, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল। বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, প্রোগ্রাম এসোসিয়েট রুমানা ইয়াসমিন মৌ, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল, অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাবেক সভাপতি জি এ গফুর, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড় ও জোবায়ের হোসেন রুবেল। অনুষ্ঠানে গ্রামীণ ফোনের সহযোগিতায় রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ১২০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে হাইজিন পার্সেল, তারপলিন, জেরিকেন, স্লিপিং ম্যাট ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।