শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ পাইকগাছায় চলতি মৌসুমে ৪৫৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩০ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত এ ধান সংগ্রহ করা হবে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, আওয়ামী লীগনেতা সমীরণ সাধু, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, খাদ্য পরিদর্শক গোবিন্দ কুমার সরকার, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, তরিকুল ইসলাম, শেখ রাজু আহম্মেদ, জুলি শেখ, নাজমা কামাল, গৌতম রায়, মানবেন্দ্র মন্ডল, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, মাহবুবুর রহমান নয়ন, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা ও অহিদুজ্জামান।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona