শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ খুলনার পাইকগাছায় দুই দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণের আয়োজন করে। রোববার সকালে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উত্তম কুমার কুণ্ড, ডল্টন রায়, আবুল কালাম আজাদ, সরাজ উদ্দীন মোড়ল, শেখ তোফায়েল আহমেদ তুহিন, ইয়াছিন আলী খান,
এনামুল হক ও আফজাল হুসাইন। অংশগ্রহণকারী কৃষকদের তরমুজ চাষ, আধুনিক পদ্ধতিতে বোরো ধানের চাষ, পতিত জমিতে সূর্যমুখী চাষ পদ্ধতি, নিরাপদ ফসল উৎপাদন ও ঘেরের আইলে সবজির চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।