ঢাকামঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় পাখি শিকারীর কারাদন্ড

Sk Rayhan
ডিসেম্বর ৬, ২০২২ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।প্রাকৃতিক নিয়মে হেমন্তের পরেই আসে শীত। তবে এবার প্রকৃতির নিয়ম ভেঙে একটু আগেই শীতের আগমন ঘটেছে। শীতের তীব্রতা ধীরে ধীরে বেড়েই চলেছে। শীত এলেই প্রতিবছর নাম না জানা হাজারো পাখির আগমন ঘটে আমাদের দেশে।

আন্তর্জাতিকভাবে জলচর পাখির জন্য স্বীকৃত ২৮টি জায়গা বাংলাদেশের সীমানায় রয়েছে ,এর একটি দক্ষিণ খুলনার সুন্দরবন এলাকার বাগেরহাট, সাতক্ষীরা, পাইকগাছা,কয়রা শীত এলেই এসব এলাকার খাল-বিল, হাওর-বাওর, পুকুর, জলাশয় প্রাণবন্ত হয়ে ওঠে এদের কলকাকলিতে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে নাম না জানা এসব পাখি। আমরা এদের অতিথি পাখি বলে থাকি।

পাইকগাছায় পাখি শিকারের অপরাধে এক যুবককে কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্ত যুবক হাসিব রহমান (৩২) উপজেলার গজালিয়া গ্রামের কুদ্দস মোড়লের ছেলে। পাখি শিকারী হাসিব মঙ্গলবার সকালে গজালিয়া এলাকায় এয়ারগান দিয়ে পাখি শিকার করছিল। এ সময় উপজেলা নিবার্হী অফিসারের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন হাসিবকে এয়ারগান ও এক’শ রাউন্ড সীসার গুলিসহ আটক করে। এ সময় তার কাছ থেকে শিকার করা বিভিন্ন প্রজাতির ৯টি পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম পাখি শিকারের অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর আওতায় আটক হাসিব কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার মোহাম্মদ ইব্রাহিম, আনসার সদস্য ফয়সাল হোসেন ও জাহাঙ্গীর আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।