ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় মডেল মসজিদে আজ প্রথম জুম্মার নামাজ আদায়

Sk Rayhan
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ পাইকগাছায় নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জুম্মার নামাজ আদায় করতে আসেন উপজেলার বিভিন্ন এলাকার শত শত মুসল্লি।
নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের পর শুক্রবার প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় করতে মুসল্লির ঢল নামে। দৃষ্টিনন্দন এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ আদায় শেষে অনেক মুসল্লিরা বর্তমান সরকারের এ উদ্যোগকে ধন্যবাদ জানান মুসল্লিরা।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামাজ আদায় করতে মসজিদটিতে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। দেখতে দেখতে মসজিদের পুরো অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দ্বিতীয় তলায় শত শত মুসল্লি একসঙ্গে জুম্মার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন পাইকগাছা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফুল ইসলাম। জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্টান পরিচালনা করেন পাইকগাছা কোর্ট জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা শামসুদ্দিন। খুতবার আগে নবনির্মিত এ মডেল মসজিদ সম্পর্কে সংরক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার জোহরের নামাজ আদায়ের মাধ্যমে পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন সহ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।