শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। খুলনার পাইকগাছার শিবসা নদী থেকে ৩ লাখ টাকা মূল্যের ৪টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়বিক্রয় ও বাজারজাত বন্ধ রয়েছে। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাদানা ও দারুণমল্লিক এলাকায় শিবসা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ যৌথভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এসময় নদী থেকে ৩ লাখ টাকা মূল্যের ৪টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে শুক্রবার সকালে উপজেলা সদরের শিবসা চরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই শরিফ হোসেন ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।