ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় লটা‌রি‌তে সোলাদানা ও লতায় দেড় হাজার মিটার রাস্তার টেন্ডার সম্পন্ন

Sk Rayhan
ডিসেম্বর ১৩, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির,নিজস্ব প্রতিবেদক।।গ্রামীণ রাস্তা সমূহ টেঁকসই করণের লক্ষ্যে হেরিং বোন (এইচবিবি) করণ” নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমুখি হিরামন মন্ডলের বাড়ি হতে আমুরকাটা বাজার পর্যন্ত রাস্তা এইচবিবিকরণ – ১ হাজার মিটার ও লতা ইউনিয়নে শামুকপোতা হাইস্কুল হতে পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫শ মিটার মিটার দৈর্ঘ্য দু’টি রাস্তার কাজের টেন্ডার লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের উপস্থিতিতে এ লটারি সম্পন্ন হয়। উপজেলার সোলাদানা ইউনিয়নের দক্ষিণ কাইনমুখি হিরামন মন্ডলের বাড়ি হতে আমুরকাটা বাজার পর্যন্ত রাস্তা এইচবিবিকরণ-১ হাজার মিটার রাস্তা নির্মাণে লটারিতে পাইকগাছার অমরেশ কুমার মন্ডল বিজয়ী হয়েছে৷ যার প্রাক্কলিত মূল্য ৬৬ লাখ ৯২ হাজার টাকা এবং প্যাকেজ নম্বর ২ তে লতা ইউনিয়নে শামুকপোতা হাইস্কুল হতে পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫শ মিটার রাস্তা নির্মাণে লটারিতে পাইকগাছার উপমা এন্ড উসরাত ফার্ম বিজয়ী হয়েছে। যার প্রাক্কলিত মূল্য ৩২ লাখ ২৮ হাজার টাকা।উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মমতাজ বেগ‌ম ও পিআইও  ইমরুল কা‌য়েস জানান, চল‌তি অর্থ বছ‌রে গ্রামীণ মাটির রাস্তা টেঁকসই করণ শীর্ষক প্রক‌ল্পের অাওতায় সোনাদানায় ১ হাজার ও লতয় ৫শ মিটার দৈর্ঘ‌্য পর্যন্ত রাস্তা ‌দু‌র্যোগ ব‌্যবস্থাপনা অ‌ধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয়ের অধী‌নে প্রক‌ল্পের  নির্মাণ কাজ সম্পন্ন হ‌বে। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ,বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান  সাংবাদিক, ঠিকাদারবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।