পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি সহ প্রায় ৪ শতাধিক নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা হয়েছে। গত ৪ আগস্ট উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েক জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ২১ আগস্ট বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ^বিদ্যালয় পড়ূয়া শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু বাদী হয়ে থানায় মামলা করে। যার নং- ৫। মামলায় প্রধান আসামী করা হয়েছে আওয়ামী লীগের সাবেক স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে। এছাড়া মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, একাধিক ইউপি চেয়ারম্যান সহ ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩ শতাধিক আসামী করা হয়েছে। মামলায় এখনো পর্যন্ত কেউ আটক নেই বলে থানার ওসি ওবাইদুর রহমান জানিয়েছেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona