ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় স্বাভাবিক প্রসব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

Sk Rayhan
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ পাইকগাছায় স্বাভাবিক প্রসব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে আগড়ঘাটা¯’ কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। অত্র স্বাস্থ্য কেন্দ্রে এ পর্যন্ত ২১টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে। অক্সিজেন সহ আধুনিক সরঞ্জম না থাকায় একই সময়ের মধ্যে প্রায় অর্ধশত গর্ভবতী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে। এদিকে অত্র স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু রাখতে স্বাস্থ্য কেন্দ্রে একটি অক্সিজেন সিলেন্ডার ও গর্ভবতী মায়েদের চেকাপ এর জন্য একটি ফিটাল ডপলার প্রদান করেছেন বিরাশী গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ মোড়ল। তিনি ব্যক্তিগত উদ্যোগে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ স্বাস্থ্য সামগ্রীগুলো প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, জমিদাতার সন্তান আব্দুল জব্বার বাবলু, পরিবার পরিকল্পনা সহকারী বাসুদেব মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্মীতা রানী দাশ। উল্লেখ্য, ২০২৩ সালের পূর্বে অত্র উপজেলার ইউনিয়ন পর্যায়ের কোন স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু ছিল না। ২০২৩ সালের ২৫ জানুয়ারী থেকে উপজেলার লতা, কপিলমুনি, লস্কর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং দেবদুয়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু করা হয়েছে। ২৫ জানুয়ারী থেকে এ পর্যন্ত শুধুমাত্র কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ২১টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে। সিজারিয়ানের হার যখন প্রায় শতভাগ অতিক্রম করতে চলেছে অত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা সকলের মাঝে আশার আলো জাগিয়েছে। এ ধরণের কার্যক্রম প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চালু করা হোক এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রাখার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।