শাহরিয়ার কবির,পাইকগাছা।। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং দক্ষিণ পশ্চিম উপক‚লীয় অঞ্চলকে দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা সহ ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা জাকির হোসেন বাবু, সহ-সাধারণ সম্পাদক এবিএম মুকুল, খুলনা মহানগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, বাংলা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবির। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণে বিধ্বস্ত হয় উপক‚লবাসীর জীবন, বেড়িবাঁধ ভেঙ্গে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করেন। দেশের উপক‚লবর্তী খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পটুয়াখালী জেলা প্রাকৃতিক দুর্যোগের কারণে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়। দুর্যোগের পর সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে টেকসই কোন উদ্যোগ গ্রহণ না করায় এবং বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে উপক‚লীয় জনপদের মানুষের প্রাণের দাবী টেকসই বেড়িবাঁধ শুধু স্বপ্নেই থেকে গেছে। বিগত কয়েক বছরের ব্যবধানে ফনি, বুলবুল, আম্পান, ইয়াস ও রেমালের আঘাতে এ অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে পাইকগাছার দেলুটী ইউনিয়নের ১৩টি গ্রাম প্লাবিত হয়ে মানবিক বিপর্যয় দেখা দেয়। টেকসই বেড়িবাঁধ উপক‚লবাসীর দুঃখ-দুর্দশা ঘোচাতে পারে। ফিরিয়ে দিতে পারে সোনালী স্বপ্নের দিনগুলি। এ জন্য ত্রাণ নয়; টেকসই বেড়িবাঁধ চাই উপক‚লবাসী। স্মারকলিপির মাধ্যমে এলাকাবাসী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়ানো, সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে উপক‚লের মানুষের স্বার্থ প্রধান্য দেওয়া, উন্নত প্রযুক্তির সহায়তায় স্থায়ী ও মজবুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ দক্ষিণ-পশ্চিম উপক‚লকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী জানান।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona