মোঃ আসাদুজ্জামান, কপিলমুনি প্রতিনিধি, খুলনা : দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছেন পাইকগাছা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যার আনন্দ মোহন বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী বিশ্বাস।বুধবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা ও সুধীজনদের উপস্থিতিতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসের নিকট উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।অনুরূপভাবে দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল।দায়িত্ব গ্রহণের পর নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান এবং সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার(ভূ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম,ওসি ওবাইদুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,কেএম আরিফুজ্জামান তুহিন,কাজল কান্তি বিশ্বাস,শাহজাদা মোঃ আবু ইলিয়াস সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona