শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক : পাইকগাছার মর্ডান বেকারি কে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সোমবার দুপুরে উপজেলা সদরের মর্ডান বেকারিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকা এবং ব্যবহৃত ভোজ্য তেল ব্যবহার করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বেকারি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর আওতায় বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।