মোঃ আসাদুজ্জামান, কপিলমুনি (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বাংলাদেশ শিক্ষক পরিষদের উপজেলা শাখা কমিটি-২০২৫ গঠিত হয়েছে।রোববার উপজেলার মঠবাটী জি.জি.পি.জি দাখিল মাদ্রাসায় সকাল১০ টা থেকে দুপুর১টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে উক্ত কমিটি গঠিত হয়।এতে উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের পাইকগাছা উপজেলা শাখা কমিটির সভাপতি মঠবাটী জি.জি.পি.জি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এস এম আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল - আমিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ বাহারুল আলম নির্বাচিত হন।এছাড়াও নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি,হাবিব নগর সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রশিদ মোড়ল,সহ-সভাপতি,বঙ্গবন্ধু মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল হামিদ,সহ- সাধারণ সম্পাদক,রাড়ুলী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃজিয়াদ আলী,সহ- সাধারণ সম্পাদক,উওর সলুয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জিএম আল মামুন,ট্রেজারার,কাওয়ালী দাখিল মাদ্রাসার সুপার মাওঃশফিকুল ইসলাম,অফিস ও প্রচার সম্পাদক,কপিলমুনি জাফর আওলীয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ আমিনুর রহমান, সদস্য,মাওঃ আজগর আলী,মোঃ মোকাররম উল আযাদ,মোঃ আজিজুর রহমান,মাওঃমোঃআব্দুর জব্বার,মাওঃখলিলুর রহমান,মাওঃমোঃআব্দুর রশিদ, মাও:কামরুল ইসলাম,মাওঃআব্দুস সবুর,মোঃআবুল কাশেম,আবুল করিম মোড়ল।উক্ত মাদ্রাসা শিক্ষক পরিষদের উপজেলা কমিটি গঠনে নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের খুলনা জেলা সভাপতি মোঃ আব্দুর রব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাদ্রাসা শিক্ষক পরিষদের খুলনা জেলার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান ও পাইকগাছা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাও:শেখ কামাল হোসেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona