পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের ফলে গত তিন দিনের টানা বৃষ্টিতে পাইকগাছা পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত আরো দুই এক দিন চলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
রবিবার সকালে পাইকগাছা পৌরসভার গাড়ালমারি খালের স্লুইসগেট পরিদর্শন করেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক আবু সাফা, প্রভাষক মো. শহিদুল ইসলাম, স্থানীয় আলহাজ্ব মো. জলিল ঢালী প্রমূখ।পৌরসভার ওয়াপদার ৬ নং ওয়ার্ডে টানা তিন দিন বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসময় তিনি গাড়ালমারি খালের স্লুইসগেট অবমুক্ত রাখার জন্য কেষ্ট পদ মন্ডল কে পরামর্শ দেন। তিনি কেষ্ট পদকে গেট খুলে রাখতে বলে যাতে করে এ গেট দিয়ে দ্রুত পানি সরবরাহ করতে পারে। টানা তিন দিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়ে পড়েছে পুরানো জেলখানা এলাকা, মাদ্রাসা পাড়া ও ওয়াপদা পাড়ার বেশ কিছু পরিবার। তিনি বলেন স্লুইসগেট খুলে রাখলে দ্রুত পানি সরে যেতে পারবে। দ্রুত পানি সরে গেলে সবাই চলাচল করতে পারবে।