শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। পাইকগাছা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর ৬৪ কোটি ১৮ লক্ষ ৯ হাজার ৫৫৫ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে ৬৩ কোটি ৮৯ লক্ষ ১৪ হাজার ৯৩৭ টাকা ব্যয় ও ২৮ লক্ষ ৯৪ হাজার ৬১৮ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, ওসি (তদন্ত) রঞ্জন কুমার গাইন, পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান। বক্তব্য রাখেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, ইমদাদুল হক, রাফেজা খানম, আসমা আহম্মেদ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, গফফার মোড়ল, রবি শংকর মন্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, ঈমান উদ্দীন, সাবেক কাউন্সিলর ফাতেমা খাতুন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রভাষক মোমিন উদ্দীন, গাজী শহিদুল ইসলাম খোকন, জিএম ইকরামুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সাবেক সাধারন সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ ও আব্দুল মজিদ বয়াতী।