গৌতম কর্মকার (তালা উপজেলা) প্রতিনিধি: ১৯৮৩ সালে ১৯শে মার্চ পাটকেলঘাটা হারুন-রশিদ কলেজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। বিভিন্ন সফলতার ধারাবাহিকতায় আজ পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজ ৪০ বছর পূর্ণ হল। ১৯শে মার্চ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজ প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়। কলেজ প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা পাটকেলঘাটা বাজার প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে প্রবেশের পর আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল গফফার এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষক মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উপ দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গৌতম কর্মকার, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজ অ্যালামনিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসাইন, মোহাম্মদ মারুফ, মশিউর রহমান ফাইন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হোসাইন ছাত্রনেতা মিজানুর রহমান মান্না, শাহিন, সৌরভ, মুরাদ, নয়ন, সালাম মিঠু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অতি দ্রুত পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা হবে এবং কলেজে উন্নত শিক্ষার জন্য যথাযথ উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে।