গত ১২ মার্চ’২০২৩ তারিখে দৈনিক পত্রদূত, দৈনিক জন্মভূমি, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা এবং দৈনিক সাতক্ষীরার সকালসহ কিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত “তালায় নিয়োগ পরীক্ষার আগেই অর্ধ কোটি টাকায় প্রার্থী নির্ধারণের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদ মিথ্যা,ভূয়া ও বানোয়াট বলে প্রতিবাদ জানিয়েছেন তালার কে,এস,ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার দাশ।
এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী মহল স্কুলের ভাব-মুর্তি ক্ষুণ্ণ করার জন্য সহঃ প্রধান শিক্ষক, ল্যাব সহকারী, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া নিয়োগে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে। তিনি আরো বলেন, স্কুলে নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের অংশগ্রহনে স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে। সেক্ষেত্রে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য মিটিংয়ের মাধ্যমে ঐক্যমতে পৌঁছেছে। তাই, এ বিষয়ে প্রকাশিত ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ও বিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণকারী সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রধান শিক্ষক