সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র, যুগের বার্তা, সাতক্ষীরা সংবাদ সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে “ জীবিত নারীকে মৃত দেখিয়ে ওয়ারেশ কায়েম সনদ প্রদান, ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত পক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ করা নারীর স্বামীর মৃত্যুতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে তার ২ ছেলে ও তার নামে একটি ওয়ারেশ কায়েম সনদ প্রদান করা হয়। কিন্তু আমার নির্বাচনী প্রতিপক্ষ সাবেক এক ইউপি সদস্য ওই নারীকে দিয়ে আমাকে ফাঁসাতে এমন অভিযোগ এনেছেন। আমি তাকে মৃত এমন কোন ওয়ারেশ কায়েম প্রদান করিনি, যা ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আছে। সামাজিক ভাবে হেও করতে এবং এলাকায় ইমেজ নষ্ট করার লক্ষে একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
অসিম কুমার ঘোষ
০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য
পারুলিয়া, দেবহাটা।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona