ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

প্রাণ ফিরে পেল ১০০ বছরের পুরনো লাট মহেশ্বরীপুর শিব মন্দির

Sk Rayhan
এপ্রিল ১৪, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কবির, কয়রা প্রতিনিধি: ২০০৯ সালের ২১ মে ঘূর্ণিঝড় আয়লার পর থেকে প্রভাবশালীদের ঘেরের লবণ পানির কারণে টানা ১৫ বছর হয়নি শিব পূজা ও চড়ক মেলা। স্থানীয় এমপির প্রচেষ্টায় লবণ পানি মুক্ত হয়ে স্বাভাবিক হয়েছে শিব পূজা ও চড়ক উৎসব পালন । তাই ১৫ বছর পর আনন্দের সীমা নেই সনাতন ধর্মাবলম্বীদের। আয়োজন করা হয়েছে শত বর্ষ উদযাপন উপলক্ষে শিব পূজা ও চড়ক মেলার। সাথে ছিলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। শিব পূজা ও গ্রামীণ চড়ক উৎসব ও ঘোড়া দৌড় দেখতে সেখানে বিভিন্ন বয়সী কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে। ছিল উপচেপড়া ভিড়। ঢাকঢোল বাজনার সঙ্গে উলুধ্বনি। মহেশ্বরীপুর ইউনিয়নসহ পাশ্ববর্তী ইউনিয়ন থেকে বেশির ভাগ হিন্দু মহিলারা আসেন মন্দিরে এবং শিব পূজা দেয়। শিবের মাথায় দুধ, ডাবের জল ঢালে।

শনিবার বিকালে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় লাট মহেশ্বরীপুর সার্বজনীন শিব পূজা উদযাপন পরিষদের আয়োজনে ফাঁকা বিলের ভিতর ১০০ বছরের পুরনো লাট মহেশ্বরীপুর সার্বজনীন শিব মন্দিরে দীর্ঘ ১৫ বছর পর শিব পূজা ও গ্রামীণ চড়ক মেলায় এমন দৃশ্য দেখা গেছে। পুরো এলাকা ছিলো উৎসবের আমেজ।

মেলায় দেখা যায়, সকাল থেকে আগত ভক্ত বৃন্দের উলুধ্বনি, ঢাকের তালে মূখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন । ভগবান শিবকে তুষ্ট করতে দুধ,ডাবের জল, দই, ঘি, ফুল বেলপাতা দিয়ে শিবলিঙ্গ স্নান করার মধ্য দিয়ে পূজা সুভারম্ভ হয়। পূজা স্থলে নারী ভক্তবৃন্দের উপস্থিত ছিলো চোখে পরার মত তারা স্বামী, সংসার ও জগতের শান্তি কামনায় হাজার হাজার নারী পুরুষের পদচারণায় মন্দিরের তিলধারণ জায়গা ছিল না।

মেলার অন্য প্রান্তে দেখা যায়, হাজার হাজার মানুষের অপলক চোখ ৩০ফুট উচ্চতার কাঠের দণ্ডের দিকে। একজন মানুষ শূন্যে ঘুরছেন একটি দড়িতে ঝুলে। দড়িটি বাঁধা ওই মানুষটির পিঠের চামড়ায় গাঁথা বড় দুটি বড়শির সাথে। চলছে উলুধ্বনি, শঙ্খধ্বনি। বাজছে ঢাকঢোল। ঘুড়ানো হচ্ছে কাঠের দণ্ডটি। আর তাতেই ঝুলে চারিদিকে গোল চক্কর খেলেন কয়েক যুবক তাদের সঙ্গে থাকা ফুল-জল, আবির, কলা, বাতাসা, নকুলদানা ইত্যাদি ছিটিয়ে দেন অগণিত ভক্ত-দর্শকের দিকে।

শিব পূজা, চড়ক মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা উদ্বোধনে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য রশীদুজ্জামান বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে ধর্ম যার যার হলেও উৎসব কিন্তু সবাই উদযাপন করে। তার প্রমাণ এই মেলায় বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষের উপস্থিতি। প্রাচীন এই শিব মন্দির রক্ষায় অতীতের ঐতিহ্য ধরে রাখতে সব অতীতের মত ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শিব পূজা ও চড়ক মেলার আয়োযক কমিটির সভাপতি মনি রায় বলেন, বাপ দাদারে আমলে হওয়া শিব পূজা দীর্ঘ ১৫ বছর সংগ্রামের পর স্থানীয় এমপির সহযোগীতায় ১০০ বর্ষে মন্দিরের
পুরনো ঐতিহ্য ও রূপের সঙ্গে নতুনত্ব নিয়ে আবারো প্রাণ ফিরে পেয়েছে শিব মন্দিরটি। এই শিব পূজা ও চড়ক মেলা উপলক্ষে পুরো গ্রাম উৎসবে মেতে ওঠে। শিব পূজায় ।চড়ক মেলাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ মেলা শেষ পর্যন্ত আর হিন্দু সম্প্রদায়ের মেলা থাকে না। হাজার হাজার মানুষের সমাগমে এটা মিলনমেলায় পরিণত হয়।দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী শিব মন্দিরে আবারও পূজা ও উৎসব করতে পেরে খুবই আনন্দিত উল্লেখ করে স্থানীয় এমপি রশীদুজ্জামানকে ধন্যবাদ জানান তারা।

শিব পূজায় অংশ নেওয়া অনামিকা সরকার বলেন, শিব পূজা করার আগমুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয়। আর এই উপবাস পূজার পর ভাঙ্গা হয় এবং সারাদিন নিরামিস খেতে হয়। অর্থাৎ কোনো মাছ, মাংস, পেঁয়াজ খাওয়া যাবে না আর ভগবান শিবের কৃপা সর্বদা তার উপর থাকবে।শুধু তাই নয়, শিব পূজা করলে ভালো একজন স্বামীও পাবে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী বলেন, লবণ পানির ঘেরের কারণে দীর্ঘ দিন পূজা পালন বন্ধ ছিল। দীর্ঘ দিন লবন পানির বিরুদ্ধে সংগ্রাম করে দীর্ঘ ১৫ বছর পর স্থানীয় সংসদ সদস্যের সংগ্রাম ও প্রচেষ্টায় লবণ পানি মুক্ত করে ১০০ বর্ষে লাট মহেশ্বরীপুর সার্বজনীন শিব মন্দিরে শিব পূজা ও চড়ক মেলা পালন করতে পেরে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দের সীমা নেই।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা ০৬ সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারীসহ উপজেলার কয়েক হাজার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।