ঢাকাবুধবার , ২৪ মে ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় ঘুর্নিঝড়ে স্কুল’সহ ব‍্যপক ক্ষতি সাধিত

Sk Rayhan
মে ২৪, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ইমরান হোসেন, বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটায় ঘুর্নিঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি সাধিত হয়েছে। বটিয়াঘাটার বসুরাবাদের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক শিক্ষাপ্রতিষ্ঠানটি ব‍্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সক্পুল সময়িক পরীক্ষার শেষ দিনে ছাউনি বিহীন ঘরে পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের।
উপজেলার বসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দিতা সরকার বলেন, ‘আমার বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের টিন দুমড়ে-মুচড়ে পার্শ্ব বর্তি পুকুরে যেয়ে পড়েছে । যা এখনও মেরামত করা সম্ভব হয়নি । তাই খোলা ঘরের আকাশের নিচে শিশুদের পরীক্ষা দিতে হচ্ছে, শিশুদের পাঠদান অব্যাহত রেখেছি। জরুরি ভিত্তিতে আমদের শিক্ষা ভবনের কাজ সম্পুর্ন করা একান্ত প্রয়োজন।বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম নুরুল আলম ও বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, জরুরি ভাবে ক্ষতির স্বীকার হওয়া স্কুলের সংস্কার এর কাজ দূরুত সম্পুর্ন করতে টিন ও নগত টাকা সহায়তা প্রদান করেন,পাকা ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার জন‍্য ঠিকাদারি প্রতিষ্ঠান কে বলেন,খবর পেয়ে বটিয়াঘাটা উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির সহকারী শিক্ষা অফিসার নাজমা ইয়াসমিন ও ঘটনা স্থলপরিদর্শন করেন। বটিয়াঘাটা প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধিমান মন্ডল ঘটনা স্থল পরিদর্শন করেন, এময় স্কুল কমিটির সহ সভাপতি সান্তনু মন্ডল সহ অবিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগির কবির বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় ক্ষতি হওয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তালিকা করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন‍্য উর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।