কয়রা (খুলনা ) প্রতিনিধি: কোটা আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও বিএনপি চক্র দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কয়রা উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে প্রায় ২ হাজার নেতা কর্মী নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রশীদুজ্জামান এমপি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে।সাধারণ শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নিয়েছে। তবে বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনকে হাতিয়ার হিসেবে নিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের সম্পদ নষ্ট করেছে। বিএনপি নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হঠানোর দিবাস্বপ্ন দেখছে,দেশের সম্পদ নষ্ট করেছে। কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, সব উসকানি ও নৈরাজ্যের মুখেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সংযম ধারণ করেছে এবং জনগণকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা মেট্রোরেল, বিটিভিসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সুপরিকল্পিতভাবে হামলা করেছে। যারা ইতিহাসের ন্যক্কারজনক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু,আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী,আওয়ামী লীগ নেতা, এস এম জিয়াদ আলী, আব্দুর রশিদ, ইব্রাহিম মোড়ল, শ্রমিকলীগ সভাপতি আলামিন ইসলাম,যুবলীগ নেতা এ্যাড. আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবিন,যুব মহিলালীগ সভাপতি সুলতানা মিলি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দিন হিরো, ইমরান হোসেন জ্যাকি,সালাউদ্দিন আহমেদ, আবু দাউদ রনিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ২ হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona