নজরুল ইসলামঃ সাতক্ষীরা জেলার তালার কৃষ্ণকাটি গ্রামে বুধবার সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। স্মৃতিচারণে তাঁর সমাধিতে পুষ্প মাল্য অর্পণ প্রদান করা হয়। ২০১১ সালের ৫ জুলাই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জীবদ্দশায় অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে সমাজ পরিবর্তনের ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিপ্লবী আর্দশের বীর সৈনিক রূপে স্বাক্ষর রেখে গেছেন । ৭১’র অকুতোভয় বীর সেনানী মোড়ল আব্দুস সালাম জন্মগ্রহণ করেন ১৯৪৮ খ্রিঃ ১লা এপ্রিল সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামে। তার পিতার নাম হাজী আবুল কাশেম মোড়ল, মাতা আশাফুন্নেছা বেগম। ৩ ভাই ৪ বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন তিনি। অকুতোভয় এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদীপ কান্তি মন্ডলের সভাপতিত্বে ও ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম খোকন, মীর জিল্লুর রহমান, জিএম হেদায়েত আলী টুকু, জগদীশ চন্দ্র দে, হিমাদ্রি শেখর দে । উপস্থিত ছিলেন বাবুলাল হালদার আনন্দ অধিকারী,এডঃ জয়ন্ত কুমার পাল, শংকর দে, শ্যামল আড্ড, কৃষ্ণেন্দু দত্ত, উত্তম কুমার দত্ত, প্রভাষক দীপঙ্কর হালদার, সঞ্জয় হালদার। পরিশেষে তার জীবদ্দশায় স্মৃতিচারণ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।