কবিঃ রৌনকা আফরুজ সরকার
চুলগুলো আজকাল একটু একটু সাদা দেখাচ্ছে
বুঝতে বাকি নেই বৃদ্ধকাল চলে এসেছে।
মুখের ত্বক আর আগের মতো মসৃন নেই
আমার আয়না অবাক করে দেয় আমাকেই।
পাশাপাশি দুটি ছবি ইঙ্গিত দিচ্ছে বয়স বেড়েছে কত?
বয়সের ভারে পৃথিবীতে প্রতিদিন ঝড়ছে ফুল শতশত।
যতই বৃদ্ধ বয়সে ডালে ডালে বেড়াতে চাই
পারবো না তো বাঁচতে মৃত্যুর দুয়ারে দিয়ে ছাই।
যে ভালোবাসা পারবেনা সাদা চুলগুলো কালো করতে
যে ভালোবাসা পারবেনা শাখা-প্রশাখা সহ দায়িত্ব নিতে
হঠ্যাৎ বৃদ্ধ বয়সে সে ভালোবাসা বিশৃঙ্খলাই ছড়াবে,
কেবল একটি ফুল নয়, একটি বাগান তার প্রাণ হারাবে।
তাই এই বয়সে আমার ভালোবাসার কাহিনী যাক থেমে
এখন তোমার সময,তোমার ভুবনে বৃষ্টি আসুক নেমে।
আমি চাইলেই অবিবাহিত হতে পারবো না
চাইলেই বয়স ষোলোতে নামাতে পারবো না।
আমার অযোগ্যতা নিয়ে আমি পালাতে চাই
বুঝনা কেন ঝড়া ফুলের বুকে ভালোবাসা নাই।
ঝড়া ফুলের কেবল অস্তিত্ব বিলীনের অপেক্ষা
কিসের আশায় করছো আমার প্রতীক্ষা?
ভালো সার্টিফিকেট বা চাকরি বিয়ের যোগ্যতা নয়
যাদের কোনটিই নেই তারাও সুখী হয়।
বয়সের ব্যবধানে ভালোবাসা থাকে অসহায়
অভিজ্ঞ আর অনভিজ্ঞের মধ্যে দ্বন্দ্ব কভু না ফুরায়।
বিয়ের জন্য অভিজ্ঞতা ক্ষতিকারক,
তোমার ভালোর জন্য ভালোবাসতে আমি অপারগ।
তোমার জীবনে এখনো আসেনি কেউ
জানোইনা জীবনে আসে কত বড় বড় ঢেউ।
তোমার জীবন কাহিনি শুরু, আমার তো শেষ
কি করে তুমি করবে প্রবেশ?
থাকতে দাও আমার মতো একাকী একা
নদীর গতিপথ এখন দারুণ বাঁকা।
এক জীবনে সবই পেয়েছি,ঘরে সুখের ছড়াছড়ি
লোভী হতে চাইনা, চাইনা দুঃখ খাক গড়াগড়ি।
তুমি তোমার মতো ভালো থাকো
বৃহত্তর সুখের আশায় ছোটখাট দুঃখ আঁচলে ঢাকো।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona