রিয়াদ হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী প্রচারণার মধ্যে দিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা (অভিভাবক)। নির্বাচনে অংশগ্রহণকারী অভিভাবক সদস্য পদে বিভিন্ন প্রার্থীদের কিছুটা ব্যতিক্রমধর্মী প্রচারণা চালাতে দেখা গেছে। মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী মহেশ্বর ঘোষকে জীবন্ত মোরগ খাঁচায় রেখে ভোটারদের ভোট প্রার্থনা করতে দেখা গেছে। এভাবে ফুটবল, টিউবওয়েলসহ বিভিন্ন প্রতিকের প্রার্থীরা পোষ্টার লিফলেটের পাশাপাশি বাস্তবেও সেসব প্রতিক নিয়ে প্রচারণা চালিয়েছে।
নির্বাচনে অভিভাবক সদস্যের ৪টি পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. মনজুর হোসেন (আম) ১৫১ ভোট, মো. ওবাইদুর রহমান মিঠু (ছাতা) ১১৫ ভোট মো. হাবিল মোড়ল (মাছ) ১০৬ ভোট ও
আঃ রাজ্জাক বিশ্বাস (দোয়াতকলম) ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মো. আতিয়ার রহমান নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রভাষ কুমার, অফিস সহকারী মো. ওসমান উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাকির হোসেন জানান, ২৪২ জন অভিভাবক সদস্য ভোটার ছিলেন। তার মধ্যে ১৯১ জন ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরেছেন। এর মধ্যে ৪ জন পুরুষ সদস্য জয়লাভ করেছেন। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক পোল্লাদ চন্দ্র হালদার, শ্যামল চৌধুরী ও মিতা দত্ত নির্বাচিত হয়েছেন।