রামপ্রসাদ কর্মকার, কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব পূর্ণতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু । উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস এবং পৌর কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম-সম্পাদক সাধন কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ওসি রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জি. জিএম মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. প্রেমকুমার মন্ডল, জেলা আ.লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা অ্যাড. চিত্তরঞ্জন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম মন্ডল। বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ নেতা মুরারী মোহন সরকার, প্রাণকৃষ্ণ দাশ, উত্তম সাধু, কৃষ্ণপদ মন্ডল, লতা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুলকেশ রায়, অখিল মন্ডল, অলোক মজুমদার, বিজন বিহারী সরকার, কল্লোল মল্লিক, সুনীল মন্ডল, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক বি সরকার ও ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি বেদ মন্দির কমিটির আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বাজার প্রদক্ষিণ করে। বেদ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিধান চন্দ্র ভদ্র’র নেতৃত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের কোষাধ্যক্ষ ইঞ্জি. জিএম মাহবুবুল আলম, কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সাধু, যুগ্ম-সম্পাদক হিমাদ্রী শেখর দে, কোষাধ্যক্ষ জগদীশ দে ও কৃষ্ণেন্দু দত্ত প্রমুখ। সন্ধ্যায় মন্দিরে পূজা ও আলোচনা অনুষ্ঠিত হয়।