মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি :
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা রিজিয়ন এর এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এই দিন অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মাঝে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন পদমর্যাদার সদস্যদের পরিচয় করিয়ে দেন। এসময় তিনি বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন ; সুতরাং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানাধীন নিমসার বাজার, সুয়াগাজি বাজার, পদুয়ার বাজার, ক্যান্টনমেন্ট সংলগ্ন মহাসড়ক, আলেখার চরসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে যানযট মুক্ত ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদেরকে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পুলিশের কার্যক্রমে সহায়তা করে থ্রি হুইলার নিয়ন্ত্রণ, উল্টো পথে গাড়ি চালানো বন্ধ করা, যানযট নিরসন, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক উদ্ধার করার উপর বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানাধীন মহাসড়ক সমূহের সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ, রাত্রী কালীন মহাসড়কের উপর ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে এবং ভালো ভাবে পুলিশের কার্যক্রম পরিচালনা করার জন্য দ্রুতই ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার জন্য ২টি ডাবল ক্যাবিন পুলিশ পিকআপ মেরামত করে অফিসার ইনচার্জ ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার হাতে তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার, অফিসার ইনচার্জ ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা, রাজনৈতিক নের্তৃত্ব, স্থানীয় সকল শ্রেণী ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি, নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন পদমর্যাদার সদস্য বৃন্দ, সাধারণ জনগণ, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অন্যান্য সকল পদমর্যাদার অফিসার-ফোর্স এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona