মো লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি :
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম ফেনী জেলাধীন লালপোল এলাকা সহ মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মূলত বন্যার পানি ও তার সাথে স্রোত থাকার কারণে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। এ সময় এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম ফেনী জেলাধীন লালপোল সংলগ্ন বন্যা কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শনসহ সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা করেন। এখনও পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপোল সহ মহাসড়কের বিভিন্ন স্থানে ৪/৫ ফুট বন্যার পানি আছে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ঢাকা থেকে চট্রগ্রাম এবং চট্রগ্রাম থেকে ঢাকা গমন না করার জন্য তিনি বিনীত ভাবে অনুরোধ করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।