বিশেষ প্রতিনিধিঃ মামার বিরুদ্ধে গোপনে ভাগ্নের জমি বিক্রি করার চক্রান্তের অভিযোগ পাওয়া গেছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের মরহুম কাজী মহাতাব উদ্দীনের ছেলে কাজী রেজাউল করিম একই গ্রামের মরহুম রুস্তম আলীর ছেলে মীর মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে উপজেলা সাব-রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ করেন।
অভিযোগকারী প্রতিকার চেয়ে সাতক্ষীরায় এসে সাংবাদিকদের জানান, কালিগঞ্জের দুদলি মৌজায়
জেএল ১২০, আরএস ৭৯০ নং খতিয়ানের আরএস ২০৯৩ ও ২১০১ নং দাগে ০.৮৪ একর জমি এসএ রেকর্ডীয় মালিক আমার মাতা রাজিয়া খাতুন। মায়ের হেবা দলীল ঘোষণা মূলে ওই জমির মালিক এখন আমি। কিন্তু আমার মামা মীর মোয়াজ্জেম হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে সেটেলমেন্ট জরিপে উক্ত জমি নিজের নামে রেকর্ড করলে আমি উক্ত রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সাতক্ষীরা মোকামে ৮০৬/২০০২ নং মামলা করেছি। যা বিচারাধীন আছে। এমতাবস্থায় আমার মামা মীর মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় একনাশকতা মামলার আসামী মৃত গাজী রজব আলীর ছেলে আবুল কাশেম বাবু উক্ত জমি গোপনে তঞ্চকতা করে বিক্রির চক্রান্ত চালাচ্ছেন। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করেন।