গৌতম কর্মকার,পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের গরীব অসহায় পিতা বিধান সরকারের দুই জন কন্যা সন্তান ও একজন পুত্র সন্তানের নিয়ে অভাব অনটনের মধ্যে বসবাস। পুত্র সন্তান উৎপল সরকার অত্যন্ত মেধাবী ছাত্র। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দেশব্যাপী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যুদ্ধে উৎপল সরকার একটি নয় তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু অভাব অনটনের সংসারে বাবা বিধান সরকার ছেলেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি করতে অপারগ ঠিক তখনি আশার আলো নিয়ে তার পাশে সামাজিক সংগঠন মানবিক পাটকেলঘাটা সহযোগিতার হাত বাড়িয়ে দিলো। সুদূর আমেরিকা প্রবাসী ইন্দানী মনোজ মালার সহযোগিতায় উৎপল সরকারের স্বপ্নপুরনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুব্যবস্হা করা হয়। মানবিক পাটকেলঘাটা সংগঠনের নেতৃবৃন্দ উৎপল সরকারের পাশে ভবিষ্যতে থাকবে আশার আলোর প্রদীপ হয়ে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona