মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা (CMAM) বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি ক্রেইন প্রকল্পের সহযোগিতায় গত ২০ ডিসেম্বর শুরু হয়ে আজ ২২ ডিসেম্বর'২০২২ শেষ হয়েছে।
উক্ত প্রশিক্ষণে সিএইচসিপি, এইচএ এবং এফডাব্লিউএ সহ ২০ জনকে নিয়ে (CMAM) প্রশিক্ষণের ১ম ব্যাচের উদ্ভোধন করে তিনদিনই উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এছাড়াও সেশন পরিচালনা করেন মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রেইন প্রকল্পের জেজেএস'র প্রজেক্ট কো-অর্ডিনেটর মামুন-অর রশিদ, লাইভলিহুড ও প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট আব্দুল বাকি, উপজেলা কো-অর্ডিনেটর তরুন বড়ুয়া প্রমূখ।
২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রশিক্ষণের সমাপনিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, CMAM এর প্রশিক্ষণটি আপনাদের খুবই দরকার ছিল। মোংলা উপজেলায় কেউ এই প্রশিক্ষণটি পায়নাই। তিনি আরও বলেন আমি দায়িত্ব গ্রহন করার পর থেকে ১৩ টি SAM শিশু পাওয়া গেছে এবং তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়েছে। SAM ও MAM শিশুর ক্ষেত্রে বিশেষ করে ক্রেইন প্রকল্প, জেজেএস অনেক ভুমিকা রাখছে। আপনারা মাঠ পর্যায় এই প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আরও ভালোভাবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন এবং রেফার করার সময় স্লিপ দিয়ে দিবেন। তিনি বলেন আগামী ২৬/১২/২০২২ ইং তারিখ থেকে ২য় ব্যাচের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
উল্লেখ্য, ক্রেইন প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড’র সহযোগিতায় জেজেএস, রুপান্তর ও ওয়াটার এইড’র মাধ্যমে বাগেরহাটের মোংলা, মোল্লাহাট, কচুয়া ও শরণখোলা উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona