মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিনিধি :: বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহীদ মিনার চত্বরে এ বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
পরে শহীদ মিনার চত্বরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।
বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নতুন ২টি বইয়ের মোড়ক উম্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এবারের বই মেলায় বসেছে ২০ টি স্টল। মেলার প্রথম দিনেই দেখা গেছে বই প্রেমীদের উপচে পড়া ভিড়। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বই মেলার পাশাপাশি শহীদ মিনার চত্বরে চলছে অমর একুশের নানা কর্মসূচি।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona