পাইকগাছা, খুলনা প্রতিনিধিঃ পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুর জলাশয়ের মাটি ও পানির ভৌত-রাসায়নিক পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কপিলমুনির তালতলা বাগদা ও গলদা চিংড়ি ক্লাস্টারে উপজেলা মৎস্য দপ্তর থেকে পরামর্শ সেবা প্রদান ও মাটি পানির ভৌত রাসায়নিক পরীক্ষা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।