শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদকঃ রূপসা উপজেলা মৎস্যজীবী লীগের সম্মেলন বয়কট ঘোষণা করেছে উপজেলা আওয়ামীলীগের একটি অংশ। এর সাথে একাত্বতা ঘোষণা করেছে উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করায় স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বেলা ১১ টায় দলের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বাদশা।
তবে ওই সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু উপস্থিত থাকলেও তিনি সম্মেলনের পক্ষে অবস্থান নিয়েছেন।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন বাদশা বলেন, যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই এই মুহূর্তে সকল নেতৃবৃন্দের সাথে সমন্বয় করাটা জরুরী। তানা হলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।
তিনি বলেন, এব্যাপারে আমি জেলা আওয়ামীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা এ ব্যাপারে কোন সুরাহা করেননি।
এব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী বলেন, মৎস্যজীবী লীগের সম্মেলন পূর্ব নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে।
সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফ,ম, আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, সৈয়দ মোরশেদুল আলম বাবু, মোঃ নজরুল ইসলাম, আব্দুল মজিদ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, সেলিম মোল্লা, আব্দুল গফুর খান, কোষাধ্যক্ষ সেলিম মোল্লা, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, মোস্তাফিজুর রহমান মোস্তাক, নোমান ওসমানী রিচি, বিনয় কৃষ্ণ হালদার, স, ম জাহাঙ্গীর, আল মামুন সরকার, প্রভাষক ওহিদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান শেখ, সাধারণ সম্পাদক আরমান মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু, মহিলা নেত্রী রিনা পারভিন, স্বপ্না রানী পাল, শামসুল আলম বাবু ,মঈন শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona