ঢাকাবৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় মুক্তিযোদ্ধার লীজকৃত রেলের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

Sk Rayhan
ডিসেম্বর ১, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার কবির, খুলনা:রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জয়পুর এলাকায় অসুস্থ মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনের লীজ নেয়া রেলের জমি জবর দখলে মেতে উঠেছে এলাকার চিহ্নিত ভূমি দস্যুরা। প্রতিকার চেয়ে ভুক্তভোগীর পক্ষে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে উপজেলার জয়পুর মৌজার ১৮০ নং খতিয়ানের জেএল নং ২৭ এর ৯০, ২৭৮/আংশ, ৮৫, ৮৬, ৭৮, ৭৭, ৭৬/অংশ দাগে ১.২০ একর জমি বাংলাদেশ রেলওয়ে থেকে লিজ নেন প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনোয়ার হোসেন। সেই থেকে তিনি ওই জমিতে ফলদ ও বনজ গাছ রোপনসহ কৃষি এবং মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। পাশাপাশি রেলের খাজনা পরিশোধ করছেন নিয়মিত। ১৯৯৬ সালে তার ভোগ দখলীয় জমি শ্রেণী বিন্যাস হলে ০.৮৭ একর জমি জলাশয় ও ০.৩৩ শতক জমি কৃষি হিসেবে রেলওয়ে থেকে সংশোধনীয় লাইসেন্স প্রাপ্ত হন তিনি। যার লাইসেন্স নম্বর ০৭৪৬৬৯।
এদিকে মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনের ওই জমির উপর ললুপ দৃষ্টি পড়ে এলাকার কতিপয় ভূমি দস্যুদের। ২০১৭ সালে খুলনা রেলওয়ের জনৈক কর্মকর্তার কারশাজিতে টেন্ডারের মাধ্যমে ভূমি দস্যুরা ওই জমি পাঁচ বছর মেয়াদী লিজ দেখায় মোঃ আনোয়ারুল ইসলাম বাবুর নামে।
তিনি আবার সাব লীজ দেন নিকলাপুর গ্রামের কতিপয় ব্যক্তিদেরকে। অথচ উক্ত জয়পুর মৌজার কোন জায়গা ঐ টেন্ডারের তালিকায় ছিল না। তারপরও তারা ভুয়া লাইসেন্সের বুনিয়াদে রেলের ভূমি আইন লঙ্ঘন করে বালি দিয়ে জলাশায়ের আংশিক ভরাট করে তা প্লট আকারে মোটা অংকের টাকায় বিক্রি এবং অবৈধ স্থাপনা গড়ে তোলে। এমনকি জলসায়ের পাড় হতে বড় বড় গাছ কেটে নিয়ে যায় এবং ভুক্তভোগী মনোয়ারকে শায়েস্তা করার জন্য উল্টো ঐ গাছ কাটার দায়ে তার নামে মামলা করেন। তাছাড়া  তাদের ঐ ভুয়া টেন্ডারের ভূয়া লাইসেন্সের পাঁচ বছরের মেয়াদ অতিবাহিত হলেও সরকারি জমি বিক্রির মাধ্যমে অর্থ বানিজ্য শেষ হয়নি। এদিকে গত ১৪ নভেম্বর ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনের ছেলে মাঈনুল হাসান পুনরায় আবেদন করে লীজের লাইসেন্স ও খাজনা হালনাগাদ করেন। এদিকে ভূমি দস্যদের মধ্যে জয়পুর গ্রামের মদিনা সড়কের বাসিন্দা রাজু আহমেদ গত ২২ নভেম্বর সকালে ওই জমিতে বাঁশ-খুটি দিয়ে স্থাপনা নির্মাণের মাধ্যমে জবর দখলের চেষ্টা চালাতে থাকে। মৌখিকভাবে তাদের স্থাপনা নির্মাণে নিবৃত করতে না পেরে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেনের ভাইপো আনোয়ার সাদাত প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ শান্তি বজায় রাখারা স্বার্থে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করলেও রাতের অন্ধকারে কাজ চালাচ্ছে অবৈধ দখলদাররা।
এসময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের বিভাগীয় এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযানকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার, রেলওয়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।