ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাবের হাতে ডাকাত সরদার দিপক গ্রেফতার

Sk Rayhan
এপ্রিল ২২, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ সিকদারঃ ঝালকাঠির কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রধান আসামি কুখ্যাত ডাকাত সরদার দিপক বড়াল কে আটক করেছে র‌্যাব-৮ ৷ সোমবার (২২ এপ্রিল) বিকেলে কাঠালিয়ার বানাই এলাকা থেকে তাকে আটক করা হয় ৷ দিপক বড়াল কাঠালিয়া উপজেলার ছোনাউটা এলাকার শ্রী ধীরেন চন্দ্র বড়াল এর ছেলে৷

র‍্যাব জানায়, গত ২০ মার্চ গভীর রাতে ঝালকাঠি জেলার জেলার কাঠালিয়া থানাধীন বানাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা মোঃ ইউসুফ আলী এর বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে বাড়িতে রক্ষিত মোট ২০ ভরি স্বর্ণ, নগদ ৯২,০০০/— (বিরানব্বই হাজার) টাকা, একটি মোবাইল ও সিসি ক্যামেরার ডিভিআর লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন৷

র‍্যাব আরও জানায়, আসামী দিপককে গ্রেফতারের পর উক্ত ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সরদার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়াও, আসামির নামে কাঠালিয়া থানায় পৃথক ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।