জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ-সিলেট-ঢাকা-চট্টগ্রামের সাথে আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পাশাপাশি ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করেন। তবে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন ইঞ্জিন বিকল ও ট্রেনের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষের কারণে এ সমস্যা দেখা দেয়। গতকাল শনিবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর, পারাবত, পাহাড়িকা, উদয়ন, উপবন, কালনী, জয়ন্ত্রিকাসহ বিভিন্ন ট্রেন শায়েস্তাগঞ্জে এসে ১/২ ঘণ্টা দেরি করেছে। পাশাপাশি এসব ট্রেন ঢাকা-চট্টগ্রাম থেকে আসার পথেও একই ঘটনা ঘটেছে। শত শত যাত্রীরা তাদের শিশু বাচ্চা ও বয়স্ক পিতা-মাতাকে নিয়ে প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। তবে তাদের অভিযোগ শায়েস্তাগঞ্জ জংশনে যাত্রীদের কোনো বিশ্রামাগার নেই। যার ফলে প্লাটফর্মেই শীতের মাঝে ট্রেনের জন্য অপেক্ষা করেছেন। এদিকে স্টেশন মাস্টার জানান, সিলেটগামী সুরমা মেইল আসার পথে শাহপুর এলাকার রেল গেইটে একটি পিকআপ লাইনে উঠে যায়। ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে মুচড়ে যায়। তবে হতাহত হয়নি। কিন্তু ইঞ্জিন বিকল হয়। যার ফলে সিডিউল দেরী হয়। পাশাপাশি সিলেটগামী উপবনেরও ইঞ্জিন নষ্ট হলে কয়েক ঘন্টা সময় লাগে। এ কারণেই অন্য ট্রেন আসা যাওয়া করতে সময় লাগে। গতকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।