ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

Sk Rayhan
এপ্রিল ১৪, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাইদুর রহমান আকাশ, তালা, সাতক্ষীরা : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার তালা উপজেলার শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১০ বছর পর সকল বন্ধু-বান্ধব একত্রিত হতে পেরে সকলের মাঝে আনন্দ উৎফুল্লতা বিরাজ করছিল। শুধুমাত্র বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ একাধিক শিক্ষার্থীরা এই মিলন মেলায় অংশ নেয়।

ঈদের পরদিন (১৪ এপ্রিল) শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে হল রুমে মিলন মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন হৈ হুল্লোড় করে সবাই ফেলে আসা পুরনো দিনের স্মৃতিচারণ করে গল্প গুজবে মেতে ওঠে। কেউ কেউ মাইক্রোফোনে গান শুরু করে দেয়। কে কোথায় আছে কি বা করছে তাই নিয়ে খোঁজ গল্পে ব্যস্ত থাকা সহ বিগত দিনে কার কি বৈশিষ্ট্য ছিল তাও নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠে। অনুষ্ঠানটি সকাল থেকে রাত পর্যন্ত স্মৃতিচারণ ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে চলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো: ইমরান হোসেন।

অনুষ্ঠানটি সকাল থেকে কেক কাটা পর্ব দিয়ে শুরু হয়ে দিনব্যাপী নানা রকম খেলাধুলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ইমরান হোসেন বলেন, আমরা অনেক বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এতদিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলাম। এই অনুষ্ঠানে সব বন্ধুকে একসঙ্গে পেয়ে ভীষণ আনন্দিত।
অনুষ্ঠান সম্পর্কে রাকিব বলেন, আমাদের এই মিলন মেলা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ২০১৪ ব্যাচের বন্ধুরা যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে আসা তৌহিদ বলেন, “পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব” এই চিরসত্য বাক্যটির গভীরতা কতটা, তা তখনই বোঝা যায় যখন যাপিত জীবনে খুঁজে পাওয়া যায় সত্যিকারের বন্ধুদেরকে। আবার দুঃখের দিনগুলোতেও লড়াইয়ের তুমুল সাহস জোগায়’ এই বন্ধু।

রুমি বলেন, পরস্পরের সহযোগিতার মাধ্যমে ২০১৪ ব্যাচের বন্ধুরা যাতে একে অপরের পাশে দাড়াতে পারি এটাই প্রত্যাশা।” অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আয়োজনের সাথে থাকা সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের শেষের দিকে একটি বিশেষ আলোচনায় ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একটি অর্থনৈতিক সংগঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এখানে বিশ্বস্ততা, স্বচ্ছতা, বন্ধুত্ব ও সহযোগিতা তাদের মূল উদ্দেশ্য বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।