শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সংগঠনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলার চেচুয়া গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত সোহেল উদ্দীন গাজীর স্ত্রী রশিদা বেগম ও পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী গ্রামের নিহত মনিরুল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন কে বাচ্চাসহ দুইটি ছাগল প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, ফরিজুল ইসলাম,মোসলেম উদ্দীন দয়াল, রুস্তম সরদার ও মিনারুল ইসলাম।
উল্লেখ্য সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা হিসেবে নিসচা কেন্দ্র থেকে একটি এবং কপিলমুনি নিমার্ণ বিপনীর বিপ্লব কুমার সাধু ও আদর্শ লাইব্রেরীর সাইফুল ইসলাম একটি ছাগল দিয়ে সহযোগিতা করেন।