ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় একই সাথে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

Sk Rayhan
সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার আশাশুনিতে পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো, উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (০৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (০৫)। তারা উভয়ে স্থানীয় তালতলা কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আনিকা ও জান্নাত একই সাথে স্কুল শেষ করে বাড়িতে ফেরে। দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে তারা উভয়ে একসাথে খেলা করছিলো। খেলা করার কোন এক সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তি গোসলে নেমে তাদের মধ্য একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে অনিকার ভাসমান দেহ উদ্ধারের চেষ্টাকালে জান্নাতের সন্ধান পায়। তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ঘটনাটি জানা মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরপাড়ে খেলা করার সময় তারা পানিতে পড়ে গিয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ ধরনের ঘটনা রোধে অভিভাবকদের স্ব স্ব বাচ্চার বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানো উচিত বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।