আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোটারঃ কালবৈশাখী ঝড় আর বজ্রবৃষ্টিতে সাতক্ষীরায় প্রাণ হারিয়েছেন এক শিশুসহ ৫জন। গুরুতর আহত হয়েছেন ২জন। এদের মধ্যে বজ্রপাতে দুজন, মাথায় গাছের ডাল পড়ে দুজন এবং নারকেল পড়ে একজনের মৃত্যু হয়েছে। ঝড় আর বজ্রবৃষ্টিতে বোরো ধান আর আমের ক্ষতি হয়েছে। চলতি বোরো মৌসুমে কৃষকরা মাঠে ধান কেটে রেখেছিলেন। রোদে শুকিয়ে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তারা। বৃহস্পতিবার বিকেলে সেই পাকা ধানে মই দিয়েছে কালবৈশাখী ঝড় আর বজ্রবৃষ্টি। একই সাথে কালবৈশাখী ঝড় তেজ দেখিয়েছে গাছে আমের উপর। ঝড়ের তান্ডবে বৃষ্টির সাথে ঝরেছে কাচা আম। জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বৈশাখের আকাশ থেকে নেমে আসে বৃষ্টি। সেই সাথে বজ্রবৃষ্টি। জেলায় বজ্রপাতে দু’জন, ঝড়ে মাথায় নারকেল পড়ে একজন সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। ঝড় আর বৃষ্টিতে উড়ে গেছে দোকান ও কাচাঘরের চাল। এছাড়া কোথাও কোথাও বিদ্যুৎ লাইনেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।জানা গেছে , সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারীনগর পশ্চিমপাড়া গ্রামে বজ্রপাতে আবদুল্লাহ মোল্যা (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত অহেদ বকস্রে পুত্র।এদিকে কলারোয়ার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) নামের আরও একজন বজ্রপাতে নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাড়ির পাশের বিল থেকে বোরো ধান উঠাচ্ছিলেন কামরুল ইসলাম। এসময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রাঘাতে কামরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
এদিকে সাতক্ষীরা শহর উপকণ্ঠের মাগুরা এলাকায় গাছ থেকে মাথায় নারকেল পড়ে জাহানারা খাতুন নামের এক নারী মারা গেছেন। তিনি ওই এলাকার মরহুম কচি কসাইয়ের স্ত্রী। কালিগঞ্জের রতনপুরে আমগাছের ডাল পড়ে একজন আহত হয়। তাকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে মারা গেছেন বলে স্থানীয় সূত্র জানায়। এদিকে সদরের ছয়ঘরিয়া মোড় এলাকায় ৯বছরের এক কন্যা শিশু ঝড়ে আম কুড়াতে গিয়ে মাথায় ডাল পড়ে গুরুতর আহত হয়। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া শহরের রসুলপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে মাথায় ডাল পড়ে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের একজন সাতক্ষীরা মেডিকেল কলেজে এবং অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona