ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. আইন-অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. আশাশুনি
  5. কলারোয়া
  6. কালিগঞ্জ
  7. কৃষি
  8. খুলনা
  9. খেলা
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টপ ৪
  13. তালা
  14. দেবহাটা
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ডেঙ্গুতে একজনের মৃত্যু ও একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রুগী ভর্তি হাসপাতালে

Sk Rayhan
সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দু’দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ১০টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি শ্যামনগর উপজেলার হাঙলভাঙি গ্রামের মানিক গাইনের ছেলে।এদিকে সাতক্ষীরায় হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রুগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমান ১৯ জন ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটাই এ পর্যন্ত হাসপাতালে ভর্তিকৃত একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রুগী।সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৪ জন এবং সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত আগষ্ট মাসে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন ৫ জন।উন্নত চিকিৎসার জন্য এপর্যন্ত খুলনাসহ অন্যত্রে স্থানান্তর করা হয়েছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালে রয়েছেন ৪৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪০৪ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।