আব্দুল্লাহ আল মামুনঃ সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজন মৃত্যু হয়েছে। মৃতের নাম সুশান্ত বিশ্বাস (৫০)। সে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫ জন।এসময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩০২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুশান্ত বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ঠ হাসপাতাল কর্তপক্ষ সময়মত না জানানোর কারনে ডেঙ্গু রোগী সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে অর্ন্তভুক্ত করা হয়নি।
মৃত সুশান্ত বিশ্বাসের ছেলে ছেলে সাগর বিশ্বাস সাংবাদিকদের জানান, ৫ দিন আগে তার বাবার জ্বর আসে। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। ঐদিনই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মেডিকেলে আইসিইউ বন্ধ থাকায় বাবাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona