সমাজ চেতনা নিউজ ডেস্কঃ সাতক্ষীরার তালায় টাকা চুরির অপবাদে রমজান নামে এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শিশু রমজান তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হাতবাঁশ গ্রামের ভ্যান চালক আজহারুল ইসলামের পুত্র এবং অভয়নগর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। নির্যাতনে গুরুতর আহত শিশু রমজান আলী(১২) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ৩০ নভেম্বর বিকালে তালা উপজেলার মদনপুর হাতবাঁশ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রমজান আলীর পিতা আজহারুল ইসলাম বলেন, গত ১০ নভেম্বর তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বর আমিনুর রহমানের বাড়ি থেকে ১ লক্ষ টাকা চুরি হয়ে যায়। ঘটনার প্রায় ২২ দিন ৩০ নভেম্বর বুধবার আমার ছেলে মাদ্রাসা থেকে বাড়ি আসলে তাকে আটকে টাকা চুরির অপবাদ দিয়ে মেম্বর আমিনুর, তার ভাই শামীম ও মাসুদ অমানুষিক নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে আমার শিশু পুত্র তাদের টাকা নিয়েছে বলে স্বীকার করে।
নির্যাতনে আমার ছেলে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শিশু রমজানের অবস্থার কোন উন্নতি হয়নি বলে চিকিৎসকের বরাত দিয়ে তার পিতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আমিনুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
রমজানের চাচাতো ভাই আলামিন জানান, ১ ডিসেম্বর বৃহষ্পতিবার তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী রেজাউল করিম বলেন, আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona