নিজস্ব প্রতিবেদকঃ ১৬ এপ্রিল রবিবার "নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা" সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় এ বছরের আম বাজারজাত করণের ক্যালেন্ডার ঘোষণা করা হয়। এ বছর সাতক্ষীরা জেলায় গোবিন্দভোগ ১২ মে, হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ১ জুন, আম্রপালি ১৫ জুন তারিখ থেকে বাজারজাত করণের দিন নির্ধারিত হয়। এর পূর্বে আম বাজারজাত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন নাগরিক হিসেবেও এই ক্যালেন্ডারের বা নির্দিষ্ট তারিখের পূর্বে উক্ত জাতের আম ক্রয় না করার অনুরোধ জানান জেলা প্রশাসক। তিনি বলেন "সকলের সচেতনতা ও প্রশাসনের ভূমিকায় সাতক্ষীরার আমের উত্তরোত্তর সুনাম বৃদ্ধি পাবে।"
জেলা প্রশাসন কতৃক ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখী সহ অন্যান্য স্থানীয় জাতের আমঃ ১২/৫/২০২৩ ইং তারিখ,হিমসাগর/ক্ষীরশাপাতি আমঃ ২৫/৫/২০২৩ইং,ল্যাংড়া আমঃ ১/৬/২০২৩ ইং,
আম্রপালি আমঃ ১৫/৬/২০২৩ ইং তারিখের পর সাতক্ষীরা জেলায় সংগ্রহ ও বাজারজাত করতে হবে। এটি মনিটরিংয়ের জন্য নিয়মিত অভিযান চলছে।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona