নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পাইথন প্রোগ্রামিং ট্রেনিং ফর স্টুডেন্ট অব শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে স্কুলের ৩০জন শিক্ষার্থীকে এ উপহার দেওয়া হয়। প্রকল্পের আওতায় মোট ৯০জন শিক্ষার্থীকে এ উপহার দেওয়া হবে। উপহারের মধ্যে রয়েছে একটি স্কুল ব্যাগ, কলম, প্যাডসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ। উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, প্রশিক্ষক আকিমুর রহমান সাকিল, সিনিয়র শিক্ষক মো: নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, মো: হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরতার, হারুন অর রশিদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।