নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পাইথন প্রোগ্রামিং ট্রেনিং ফর স্টুডেন্ট অব শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে স্কুলের ৩০জন শিক্ষার্থীকে এ উপহার দেওয়া হয়। প্রকল্পের আওতায় মোট ৯০জন শিক্ষার্থীকে এ উপহার দেওয়া হবে। উপহারের মধ্যে রয়েছে একটি স্কুল ব্যাগ, কলম, প্যাডসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ। উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, প্রশিক্ষক আকিমুর রহমান সাকিল, সিনিয়র শিক্ষক মো: নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, মো: হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ, খালেদা খাতুন, ভানুবতী সরতার, হারুন অর রশিদ প্রমুখ।
সম্পাদক: এস,কে রায়হান
ঠিকানাঃ প্রধান কার্যালয়ঃ নিরিবিলি বাজার, শাহপুর, তালা, সাতক্ষীরা। মোবাইল ০১৭১২-৯৯৫৮১৮ ইমেইল: somajchetona1122@gmail.com
somajchetona